‘কৃষকের সমস্যা আছে, তবে জটিল নয়’

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ০০:১৬

জাগরণীয়া ডেস্ক

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকের সমস্যা আছে, তবে তা জটিল নয়। কৃষককে বীজ, সার ও বিদ্যুতে ভর্তুকি দেয়া হচ্ছে। গ্রামীণ নেটওয়ার্ক এখন খুব ভালো। আমরা আমাদের উন্নয়নে প্রস্তুত রয়েছি।

১৭ জানুয়ারি (বুধবার) রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) সম্মেলনের ‘বাইল্ডিং রেজিলেন্স ইন এগ্রিকালচার অ্যান্ড এক্সট্রিমি ক্লাইমেট কনডিশন’ শীর্ষক প্ল্যানারি সেশনে সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

মতিয়া বলেন, আমরা সব প্রাকৃতিক দুর্যোগ চ্যালেঞ্জের মাধ্যমে দূর করেছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী ওইসব দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ সফলতার সঙ্গে কাটিয়ে উঠেছি। ক্ষুদ্র কৃষকের উন্নয়নে সরকার যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে কৃষক ক্লাব গড়ে তোলা হয়েছে। সেখানে কৃষকের সব সেবা সহজলভ্য।

তিনি বলেন, কৃষক ও সরকারের নিজস্ব উদ্ভাবনে দেশের কৃষি এগিয়ে যাচ্ছে। তবে গবেষণার বিভিন্ন ধাপে উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজন। তারা সহায়তা করবে বলে আশা করছি।

সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেন, কৃষি খাতে দেশের ৭০ শতাংশ মানুষ জড়িত। জিডিপিতে কৃষির অবদান ১৪ দশমিক ৭৯ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, সাইক্লোন, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। পানির গভীরতা নিচের দিকে নামছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত