বাগেরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে বিষ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

জাগরণীয়া ডেস্ক

মাদকাসক্ত স্বামী সিদ্দিক পাইকের (২৫) বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী খাদিজা বেগম (২২) কে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আড়িয়া মর্দন গ্রামে। নিহত খাদিজা  কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের শিরোখালী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। 

খাদিজার পরিবার অভিযোগে জানায়, যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত মদ্যক স্বামী সিদ্দিক পাইক। ১৩ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১টার দিকে সিদ্দিক তার স্ত্রীকে মেরে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে। এতে খাদিজা অসুস্থ হয়ে পড়লে খাদিজাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায় সিদ্দিকের পরিবার। হাসপাতালে খাদিজার মৃত্যু হলে লাশ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় খাদিজার শ্বশুরবাড়ির লোকজন।

হাসপাতালের বরাত দিয়ে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন  বলেন, খাদিজাকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে লাশ রেখে স্বজনরা পালিয়ে যায়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। অভিযুক্ত সিদ্দিক ঘটনার পর থেকে পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত