টাঙ্গাইলে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:২৩

জাগরণীয়া ডেস্ক

মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটিভিত্তিক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতিতে অনুষ্ঠিত হলো ‘মা’ সমাবেশ। সমাবেশে তিন শতাধিক গর্ভবতী মায়ের এএনসি চেকআপ, হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা এবং রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেই সাথে গর্ভবতী মায়েদের এবং নবজাতক শিশুদের মায়েদেরকে স্বাস্থ্যসুরক্ষায় বিভিন্ন পরামর্শ দেয়া হয়। 

১৪ জানুয়ারি (রবিবার) সকালে  বাংড়া ইউনিয়নের পাথালিয়া কেএ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমল চন্দ্র দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা প্রমুখ উপস্থিত ছিলেন। বাংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

এ প্রকল্পের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিসেফ ও কইকা’র সহযোগিতায় পার্টর্নাস ইন হেল্থ ডেভেলপমেন্ট (পিএইচডি)।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত