জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ ১২ জানুয়ারি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৮, ১৬:৩৩

জাগরণীয়া ডেস্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি (শুক্রবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরার সময় ১০ জানুয়ারি (বুধবার) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই তথ্য জানান।

১২ জানুয়ারি (শুক্রবার) সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একটু এদিক-ওদিক হতেও পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি সম্প্রচার করবে।

নূর বলেন, আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। মেয়াদের শেষ বছরের শুরুতে এই ভাষণে কী থাকছে- জানতে চাইলে এই মন্ত্রী বলেন, উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত