সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯

অনলাইন ডেস্ক

দ্বিতীয় শ্রে‌ণির এক ছাত্রীকে ধর্ষ‌ণ চেষ্টার অভি‌যো‌গে কওছার আলী (৬৫) না‌মে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

২ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সা‌ড়ে ৪টার দি‌কে সাতক্ষীরা পৌরসভার কুখরালী মো‌ড় থেকে ধর্ষণের চেষ্টা করায় বালু ব্যবসায়ী কওছর আলীকে এলাকাবসী আটক করে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে। কওছার আলীর বাড়ি সাতক্ষীরা শহ‌রের ইটাগাছায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমদ জানান, নিজ ব্যবসা প্র‌তিষ্ঠা‌নে ডেকে নিয়ে ঐ স্কুলছাত্রীকে ধর্ষ‌ণ করার চেষ্টা চালায় কওছর। এসময় স্কুলছাতীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয় এবং তাকে আটক ক‌রে পুলিশে সোপর্দ করে।