চট্টগ্রামে ৪ নারী ধর্ষণের ঘটনায় হান্নান রিমান্ডে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এক বাড়িতে ডাকাতি করে চার নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বারকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।   

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সাতদিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

আব্দুল হান্নানকে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর কোতয়ালী থানা প্রাঙ্গনে পুলিশের অফিসার্স কোয়ার্টারে ছোট ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। তার ছোট ভাই এসআই আব্দুল মান্নান বর্তমানে সিএমপির বিশেষ শাখায় কর্মরত আছেন।

গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়। 

এই ঘটনায় সিএমপির ব্যর্থতা স্বীকারের পর মামলার তদন্তভার নেয় পিবিআই। এ পর্যন্ত পিবিআই তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত