‘অ্যাম্বুলেন্সের জন্য হবে পৃথক ফান্ড’

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

সরকারি অ্যাম্বুলেন্স মেরামতের জন্য পৃথক ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি অ্যাম্বুলেন্সগুলোর মেরামতের জন্য আলাদা ফান্ড গঠন করা হবে। ফান্ড থাকলে মেরামতের দীর্ঘসূত্রিতা থেকে সরকারি অ্যাম্বুলেন্সগুলো রক্ষা পাবে। কারণ দেখা যায়, অ্যাম্বুলেন্সের একটা চাকা নষ্ট হলে, সেই টাকা সরকারি দফতর থেকে আনতে আনতে চারটি চাকাই নষ্ট হয়ে যায়। 

একই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। শিশুদের ভরপেটে টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। এছাড়া মফস্বলে নিযুক্ত চিকিৎসকদের শহরে না এসে গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকারি ডাক্তারিদের প্রতি আহবান জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত