রোহিঙ্গা সমস্যা, প্রধানমন্ত্রীকে ফ্রান্স প্রেসিডেন্টের আশ্বাস

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৮

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে ফ্রান্স সরকার আছে বলে আশ্বস্ত করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আশ্বাস দেন ফরাসী প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক কার্যকর করতে ফ্রান্সকে পাশে পাবে বাংলাদেশ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ মোকাবেলা বাংলাদেশ সরকারকে সহয়তার আশ্বাস দেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জ্বালানি, অবকাঠামো, ওষুধ, তথ্য-প্রযুক্তি খাতে ফ্রান্স বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, "ওয়ান প্লানেট সামিট" যোগ দেয়ার জন্যে দুই দিনের সফরে প্যারিস অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই অংশ হিসেবে ফ্রান্স প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত