প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

জলবায়ু বিষয়ক সম্মেলন ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে প্যারিস পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ ডিসেম্বর (সোমবার) চার্লস দ্য গল আর্ন্তজাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা পৌছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান  ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

সফরের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বিশ্ব নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে বিশ্ব নেতাদের সঙ্গে ‘ওয়ান প্ল্যানেট সামিটে’র উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেয়ার কথে রয়েছে প্রধানমন্ত্রীর।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত