সাতক্ষীরায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:০৮

জাগরণীয়া ডেস্ক

বাপের বাড়ি হতে যৌতুক আনতে অপারগতা প্রকাশ করায় নির্যাতন ও শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূর নাম লক্ষ্মী রানী দাশ (৩৬)। তিনি সাতক্ষীরার তালা থানার তেরছি (কাটীপাড়া) গ্রামের বিপুল কুমার দাশের স্ত্রী। 

৬ ডিসেম্বর (বুধবার) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ শাশুড়ি ঝরনা দাশ ও জা জোছনা দাসকে আটক করেছে। তবে স্বামী বিপুল দাশ হত্যার পরপরই পালিয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শাশুড়ি ও জা’কে আটক করা হয়েছে। স্বামী বিপুল দাশকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই প্রশান্ত কুমার দাশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত