‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট’ এর গোলটেবিল ২৭ নভেম্বর

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:২৮

জাগরণীয়া ডেস্ক

বিশ্বব্যাপী পালিত ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে গোলটেবিল আলোচনার আয়োজন করেছে যৌন নিপীড়িনবিরোধী নির্দলীয় ছাত্রজোট।

২৭ নভেম্বর (সোমবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

৩৬ বছর আগে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন করো’ স্লোগান সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এরই ধারাবাহিকতায় ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট- Students Community against Rape and Sexual Violence (SCARSV)’  গোলটেবিল আলোচনার আয়োজন করতে যাচ্ছে।

‘নারীর প্রতি সহিংসতা নির্মূল করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় তারুণ্যের কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিক্ষাবীদ ও মানকবাধিকার কর্মী ড অজয় রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বীর মুক্তিযোদ্ধা ও পেশাজীবী নারী পরিষদের প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, মানবাধিকার কর্মী খুশি কবির, ইতিহাসবিদ প্রফেসর মেসবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর গীতি আরা নাসরীন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ৭১ টিভির সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা, ব্যারিস্টার তানিয়া আমির, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে বর্ষবরণের অনুষ্ঠানে ভয়াবহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের মধ্য দিয়েই ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট- Students Community against Rape and Sexual Violence (SCARSV)’ কার্যক্রম শুরু করে। ২০১৫ সালের ১৯ মে থেকে সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে নিপীড়নবিরোধী কার্যক্রম সারাদেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট ‘ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ’ স্লোগানে দেশের জেলা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ ক্যাম্পেইন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত