রংপুরে সংখ্যালঘু পাড়ায় হামলা, গ্রেপ্তার আরও ৪৭

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৫

জাগরণীয়া ডেস্ক

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলায় আরও ৪৭ জনকে গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে ১০০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

১২ নভেম্বর (রবিবার) রাতে রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান এ কথা জানান।

এর আগে ১০ নভেম্বর (শুক্রবার) হামলা ও অগ্নিসংযোগ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হয়।

নগরীর গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ। পরে গ্রেপ্তার হন সদরের খলেয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও শলেয়াশাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলামসহ ৫৩ জন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার সন্ধ্যা পর্যন্ত আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের বেশিরভাগই জামায়াত-শিবিরের নেতাকর্মী।

তিনি আরো জানান, দু’দিনে গ্রেপ্তারকৃত ১০০ জনকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চার ‘ইন্ধনদাতার’ অন্য তিনজনকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত