বাঁশের সাঁকোয় ১০ গ্রামের মানুষের পারাপার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৭, ১৪:৩৯

জাগরণীয়া ডেস্ক

নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুরী মালিপাড়া গ্রামে বুড়িখোড়া নদীর ওপরে একটি বাঁশের সাঁকো ১০ গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা।

লক্ষীচাপ ইউনিয়ন থেকে জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি। নদীর ওপারে (দক্ষিণে) জেলা শহরের অবস্থান হওয়ায় সাঁকো দিয়ে পার হয় ১০ গ্রামের মানুষ। প্রতিদিন নীলফামারী জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ।

ওই ইউনিয়নের লক্ষিচাপ, দুর্বাছুড়ি, শিশাতলী, নৃসিংহ, পল্লমপাঠ, গোড়কপাড়া এবং ভোলার ঘাট গ্রাম ছাড়াও অনেক গ্রামের মানুষ অভিযোগ করে বলেন, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য ও আইনি সহায়তা পেতে ডিসি অফিস, জজকোর্ট, উপজেলা এবং নীলফামারী জেলা পরিষদে যেতে হয়। ভৌগলিক সীমানায় এ নদী পেরিয়ে জেলা শহরে যেতে হয় বিধায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে এইসব গ্রামের মানুষজন।

লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমার ইউনিয়নের এই সাঁকোটি মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। অনেক চেষ্টার পরেও এই বুড়িখোড়া নদীর উপড় ব্রিজ হচ্ছে না। আমি নিজেই ভুক্তভোগী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত