হাতিয়ায় বেড়ি বাঁধ ভেঙ্গে ৪০ গ্রাম প্লাবিত

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১৩:৪৮

জাগরণীয়া ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙ্গে ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

২১ অক্টোবর (শনিবার) বিকালে ৭টি ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙ্গে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া অতিবৃষ্টি ও সমুদ্রের লোনা পানিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ৭টি ইউনিয়ন হলো চরঈশ্বর, নলচিরা, সুখচর, তমরুদ্দি, সোনাদিয়া, জাহাজমারা ও নিঝুমদ্বীপ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম জানান, কয়েকদিন থেকে প্রবল বৃষ্টিতে এবং সমুদ্রের জোয়ারের চাপে হাতিয়ার বেড়ি বাঁধের অধিকাংশ বাঁধে ফাটল ধরে।

নির্বাহী কর্মকর্তা বলেন, বাঁধ ভেঙ্গে গাছ পড়ে চরঈশ্বরের ২নং ওয়ার্ডের হেলাল উদ্দিন ও সাহাব উদ্দিন নামে ২ জন আহত হয়েছে। তাদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এলাকার মানুষদের জরুরী ভিত্তিতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানান ইউএনও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত