সাতক্ষীরায় স্বামীকে হত্যার দায়ে গৃহবধূ গ্রেপ্তার

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৩:২৮

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহায় গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

১৮ অক্টোবর (বুধবার) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত স্বামীর নাম আব্দুল হাকিম (৬০)। আব্দুল হাকিম এ গ্রামের মৃত সুজাউদ্দীন গাজীর ছেলে। 

জানা গেছে, হাড়দ্দহা গ্রামের আব্দুল হাকিম তার চতুর্থ স্ত্রী আনোয়ারা খাতুনকে (২৮) নিয়ে বসবাস করতেন। তবে বিয়ের আগে প্রতিশ্রুত জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব চরমে ওঠে। বুধবার বিকেলে আনোয়ারা খাতুনের আগের পক্ষের ছেলে রোমান (১০) এবং বোন রোকেয়া খাতুন তাদের বাড়িতে আসে। রাতের কোন এক সময়ে তারা তিনজনে মিলে আব্দুল হাকিমকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ফ্যানের সাথে ঝুঁলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। সকালে রোমান এবং রোকেয়া খাতুন পালিয়ে গেলেও স্থানীয়রা আনোয়ারা খাতুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আনোয়ারাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মৃত আব্দুল হাকিমের স্ত্রী আনোয়ারাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত