খুলনায় স্ত্রী হত্যার দায়ে ফাঁসি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

জাগরণীয়া ডেস্ক

খুলনা শহরের দৌলতপুর এলাকায় স্ত্রী হত্যার দায়ে মনির হাওলাদার (৩৫) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

১৬ অক্টোবর (সোমবার) খুলনার মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী পৌনে দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মনির হাওলাদার রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন। সে দৌলতপুরের মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মুজিবর হাওলাদারের ছেলে।

এপিপি মো. কামরুল ইসলাম জোয়ার্দার বলেন, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে স্ত্রী রহিমা বেগমকে (২৪) শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী মনির হাওলাদার। হত্যার পর তিনি তালাবদ্ধ করে চলে গেলেও পরদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে পুলিশ গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এপিপি কামরুল বলেন, সেদিনই নিহতের বাবা মো. আব্দুল ওহাব মিয়া হত্যামামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই বাবলুর রহমান খান ২০১৬ সালের ১ মে আদালতে অভিযোগপত্র দেন।

এ মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত