কোম্পানীগঞ্জে বাল্য বিয়ে রক্ষা পেলো ৭ম শ্রেণির ছাত্রী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৪৪

জাগরণীয়া ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ৭ম শ্রেণির এক ছাত্রী (১৪)।

১৫ অক্টোবর (রবিবার) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ বিয়ে পণ্ড করা হয়।

স্থানীয়রা জানায়, রবিবার ওই এলাকার ৭ম শ্রেণির ছাত্রীর সঙ্গে রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুহুরী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ওমান প্রবাসী জামসেদের (২৫) বিয়ের আয়োজন করা হয়। পরে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে তাদেরকে উপজেলা অফিসে নিয়ে আসেন।

মো. মাহফুজুর রহমান জানান, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবে না মর্মে তার স্বজনরা মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত