রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:১২

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ১৬ অক্টোবর (সোমবার) সকাল পর্যন্ত শিশুসহ আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম শরীফ জানান, মিয়ানমারের গুদামপাড়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা। কিন্তু অতিরিক্ত যাত্রী ও স্রোতের কারণে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া পয়েন্টে নৌকাটি ডুবে যায়। পরে কোস্টগার্ড ও স্থানীয়রা ২১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। এরপর চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাটিতে ৬৫ জন রোহিঙ্গা ছিল।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের বাংলাদেশের আসার ঢল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নাফ নদী ও সাগরে অন্তত ২৬টি নৌকাডুবির ঘটনায় প্রায় ২০০ রোহিঙ্গার প্রাণহানি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত