ঝালকাঠিতে কলেজ ছাত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:০৮

জাগরণীয়া ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

১২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল।

দণ্ডপ্রাপ্ত মেহেদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

আদলত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ও নলছিটির তিমিরকাঠী গ্রামের শারমিন আক্তার যুথিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনার আগে দণ্ডপ্রাপ্ত মেহেদী শারমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। শারমিন নিহত হওয়ার পরেরদিন তার বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।

এরপর ওই বছরের ৩০ এপ্রিল পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয়।

আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত