টাঙ্গাইলে শিশু পাচারকারী সন্দেহে আটক ২

প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৮:১৭

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলে শিশু পাচারকারী সন্দেহে নারীসহ দুইজনকে আটক করে পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

৯ অক্টোবর (সোমবার) রাতে টাঙ্গাইল শহরের তালতলা এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে তাদের উদ্ধার করা হয়।

আটককৃতরা টাঙ্গাইলের মির্জাপুরের বানিয়ারা কড়াইল গ্রামের মৃত প্রদীপ ভদ্রের স্ত্রী স্বপ্না ভদ্র এবং তার ছেলে রানা ভদ্র।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদ সূত্রে মধ্যরাতে তালতলার এ বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে বিভিন্ন বয়সের পাঁচজন শিশুসহ স্বপ্না ভদ্র ও রানা ভদ্রকে আটক করে পুলিশ। শিশুদের ব্যাপারে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর দিতে পারেনি আটককৃতরা। 

শিশুরা জানায়, তাদের বাবার নাম অসীম কুমার ভৌমিক এবং মায়ের নাম নূপুর। তারা ঢাকায় থাকেন। ছুটি পেলে বাড়ি আসেন। এদের মধ্যে শিশু কাজল বলে, আমার মায়ের নাম স্বপ্না।

আটককৃতরা জানায়, এ বাসাতে তিন থেকে চার বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। 

এই শিশুরা আমার ভাই অসীম কুমার ভৌমিকের সন্তান। পুলিশ স্বপ্নার ভাই অসীম কুমার ভৌমিকে মোবাইল ফোনে শিশুদের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও কোন সদুত্তর দিতে পারেনি।

অশোক কুমার সিংহ জানান, আটককৃতদের আরো জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত