ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৭

জাগরণীয়া ডেস্ক

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু হলো। 

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠী বিহিত পূজা দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জগতের মঙ্গল কামনায় এবার দেবী এসেছেন নৌকায়, ফিরবেন ঘোড়ায় চড়ে। 

ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে, দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান নেতারা। এছাড়া, কয়েকটি পূজা মণ্ডপ ভাংচুরের প্রতিবাদ জানান তারা। 

এবার ঢাকায় ২৩১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর এর মধ্যে রাজধানীর সূত্রাপুরে সবচেয়ে বেশি সংখ্যক মণ্ডপ রয়েছে বলে জানা যায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত