নীলফামারীতে ৮৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে পূজা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীতে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শেষ পর্যায়ে রয়েছে প্রতিমা ও পূজা মন্ডপ তৈরীর কাজ। এবার জেলায় ৮৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে নীলফামারী সদরে ২৭৮টি, ডিমলায় ৭৭টি, ডোমারে ৯২টি, জলঢাকায় ১৬৫টি, কিশোরগঞ্জে ১৪০টি, সৈয়দপুরে ৮৪টি পূজা মন্ডপ রয়েছে। তাই ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের প্রতিমা শিল্পীরা।

আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাম্বলীদের এ মহোৎসব শুরু হতে যাচ্ছে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

এদিকে শারদীয় দুর্গাৎসব উদযাপনের লক্ষে জেলায় এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যলায় থেকে থানা পর্যায়ে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খাঁন বলেন, এ বছর হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, প্রতি বছরের ন্যায় এবারো শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত