রামগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৭

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারে কোরানীয়া মদিনাতুল উলুম নুরানী মাদ্রাসার সহকারী মৌলভী মাও. রাকিবুল হাসানের বিরুদ্ধে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় লিমার ভাই খোরশেদ আলম ২০ সেপ্টেম্বর (বুধবার) রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে ওই ছাত্রী মাদ্রাসায় গেলে শিক্ষক মাও. রাকিবুল হাসান তাকে কোলে বসিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। এভাবে কয়েকদিন চলতে থাকলে ওই ছাত্রী বিরক্তিবোধ করে। এক পর্যায়ে মাদ্রাসাছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। পরে ছাত্রীর ভাই খোরশেদ আলম মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও তারা সমাধানের আশ্বাস দিয়ে গড়িমসি করে নানান তালবাহানা শুরু করে। সর্বশেষ কোন বিচার না পাওয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে।

ছাত্রীর ভাই খোরশেদ আরও জানান, ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার পর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগীতায় শিক্ষক রাকিবুল হাসানকে পালিয়ে যেতে সহযোগীতা করেছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু ইউসুফ জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই শিক্ষকের অপরাধ প্রমাণীত হলে থানার ওসি সাহেবের সহযোগীতা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।