রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৬

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গাদের জন্য রেড ক্রি‌সেন্টের ত্রাণ নিয়ে যাওয়ার পথে বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত এগারো জন।

আজ ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। 

রেড ক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর বলেন, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এ ছাড়া আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত