সতীনের ছোঁড়া ভাতের মাড়ে গৃহবধূ দগ্ধ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৮

জাগরণীয়া ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামে সতীনের ছোঁড়া গরম ভাতের মাড়ে ঝলসে গেছে গৃহবধূর শরীর। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সুবর্ণা অধিকারী (১৮)।

হাসপাতালে চিকিৎসারত গৃহবধূ সুবর্ণা জানান, বিয়ের পর প্রথমে তারা দুই সতীন মিলে স্বাভাবিক জীবনযাপন করলেও কয়েক মাস যেতে না যেতেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। ঝগড়ার জের ধরে বড় সতীন কাজলী রানী ঘটনার দিন ১০ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টায় ছোট সতীন সুবর্ণাকে চুলা থেকে ভাত নামিয়ে মাড় ফেলতে বলে। সুবর্ণা রান্নাঘরে ভাতের মাড় ফেলা অবস্থায় বড় সতীন কাজলী রানী এক গামলা গরম মাড় তার গায়ে ছুঁড়ে মারে।

হাসপাতালে কর্তব্যরত ডা. আশ্রাফুল ইসলাম শাওন জানান, সুবর্ণার শরীরের বিভিন্ন অংশে অন্তত ২০ শতাংশ ঝলসে গেছে। চিকিৎসায় তার উন্নতি হচ্ছে।

স্বামী সত্যরঞ্জন অধিকারী বলেন, আগে তাদের মধ্যে ঝগড়া হলেও ঘটনার দিন কোন ঝগড়া হয়নি। তবে বিদ্যুৎ না থাকায় বাগানে গরম ভাতের মাড় ছোঁড়ার সময় ভুলক্রমে সুবর্ণার গায়ে পড়েছে বলে জানিয়েছে তার বড় স্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত