টাঙ্গাইলে ইভটিজিংয়ের অপরাধে যুবকের অর্থদণ্ড

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৫

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হায়দার (২২) নামে এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৩ সেপ্টেম্বর (বুধবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হাসনি এই দণ্ডাদেশ দেন। 

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক টিটু চৌধুরী জানান, উপজেলার পলশিয়ার মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে পলশিয়া গ্রামের জিনত আলীর ছেলে হায়দার প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরে ছাত্রীটির বাবা বারেক মিয়া উত্ত্যক্তর বিষয়ে থানায় লিখিত অভিযাগ করেন।

অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও পরবর্তীকালে ওই স্কুলছাত্রীকে হয়রানি বন্ধের মুচলেকা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত হায়দার উপজেলার পলশিয়া গ্রামের জিনত আলীর ছেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত