মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪

অনলাইন ডেস্ক

দুই বছরের শিশু কন্যাকে হত্যার অপরাধে বাবা আবুল হোসেনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল হোসেন জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকার নূর আলী মিয়ার ছেলে।

১৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কিশোরগঞ্জের বিচারিক আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, আবুল হোসেন একই উপজেলার কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকার মো. কালাচানের মেয়ে সুরাইয়া বেগমকে বিয়ে করেন। কিন্তু তাদের সংসারে শান্তি ছিল না। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া তার দুই বছরের শিশু কন্যা সুমাইয়াকে নিয়ে গাজীরটেক এলাকায় বাবার বাড়িতে চলে যান।

২০১১ সালের ৩ এপ্রিল সকালে আবুল হোসেন সবার অগোচরে শ্বশুরবাড়িতে গিয়ে তার শিশু কন্যা সুমাইয়াকে ব্লেড দিয়ে জবাই করে হত্যা করেন। তবে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে ওইদিন ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।