১০ পরিবারকে গৃহবন্দী করে এ কেমন বৃক্ষরোপণ!

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৯

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি বিরোধের জের ধরে মাসুদ আলম গং প্রতিপক্ষের বাড়ির চলাচলের রাস্তা ব্যারিকেট দিয়ে গাছের চারা রোপন করেছেন। এতে ওই বাড়ির ১০ পরিবার গৃহবন্দী হয়ে বসবাস করছেন।

১১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে পৌর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সূত্র জানায়, পৌর অভিরামপুর গ্রামের কবিরাজ বাড়ির মাসুদ আলম গংদের সঙ্গে একই বাড়ির দিনমজুর রেহান উদ্দিন গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা চলে আসছে। সোমবার বিকেলে মাসুদ আলম গং দেশীয় অস্ত্রে নিয়ে বাড়ির ১০ পরিবারের সদস্যদের চলাচলের রাস্তাসহ বিতর্কিত সম্পত্তি দখল করে। এসময় বাধা দিলে অস্ত্রধারীরা বাড়ির লোকজনকে ধাওয়া করে।

ওই বাড়ির বসবাসকারী জাফর, দুলালসহ কয়েক জন বলেন, মাসুদ আলম তার পরিবারের সদস্যরা দীর্ঘ কয়েক মাস যাবৎ বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি করে আসছে। সবশেষে সোমবার বিকেলে রাস্তার উপর ব্যারিকেট দিয়ে সুপারী গাছের চারা রোপন করে ১০ পরিবারকে গৃহবন্দী করে। 

এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল হান্নান বাবু বলেন, কবিরাজ বাড়ির রেহান উদ্দিনে এক ছেলে পুলিশে চাকরি করছে। তাকে নিয়ে বিগত সময়ে একাধিকবার বৈঠকে বসেও সমাধান করা সম্ভাব হয়নি। তবে চলাচলের রাস্তার উপর ব্যারিকেট দিয়ে চারা রোপন করা সম্পূর্ণ অমানবিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত