স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

প্রকাশ : ২০ মে ২০১৬, ০১:১০

জাগরণীয়া ডেস্ক

স্ত্রী সোলেমা বেগমকে পিটিয়ে হত্যার দায়ে সানা উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমদ এই আদেশ দেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় দেবর শহিদুল্লাহ, শ্বশুর বাচ্চু মিয়া, শাশুরি রাশিদা বেগমকে  বেকসুর খালাস দেয়া হয়েছে।

জানা গেছে, রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের গয়েছ আলীর কন্যা সোলেমা বেগমকে পাশ্ববর্তী গ্রাম করিমগঞ্জের বাচ্চু মিয়ার পুত্র সানাউল্লাহ মিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সানা উল্লাহ মিয়া স্ত্রীকে বাপের বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। বাবা গয়েছ আলীর কাছ থেকে ২০ হাজার টাকা এনে দেন সোলেমা। 
এরপর আরও টাকা এনে দেয়ার জন্য সোলেমাকে চাপ দিতে থাকলে সে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহ ২০০৪ সালে ৪ মার্চ রাতে সোলেমাকে পিটিয়ে হত্যা করে। পরে  সোলেমার পিতা গয়েছ আলী রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত