মিয়ানমারের উপ-রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫২

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও চলমান সেনা অভিযানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরের পরে ঢাকায় দেশটির উপ-রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার হাতে ‘প্রটেস্ট নোট’ ধরিয়ে দেন দক্ষিণ পূর্ব এশিয়া উইংয়ের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী।

পাশাপাশি অব্যাহত নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়ার দাবি জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত