'মায়ানমারের উচিত সহিংসতা বন্ধ করা'

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৪

অনলাইন ডেস্ক

মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, "আমরা মায়ানমারের সংকট মোকাবেলায় সবরকম সহযোগিতা করবো, কিন্তু তাদের উচিত সহিংসতা বন্ধ করা"।

এই প্রসঙ্গে দেশটির উদ্দেশ্যে তিনি বলেন, "এটা সামরিকভাবে সমাধান করা যাবে না। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। বর্ডার গার্ড-বিজিবি এবং নাসাকার (মায়ানমারের সীমান্ত রক্ষী) মধ্যে সহযোগিতা বাড়ুক এটাই আমরা চাই"।

বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী কোনো দেশে অস্থিতিশীলতা বা বিদ্রোহের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেবো না। বিদ্রোহ দমনে আমাদের বিজিবিও সহযোগিতা করতে পারে।

মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বুঝতে হবে আমাদের সমস্যাগুলো। এতো মানুষ আসা আমাদের জন্য বড় বোঝা।