কবর থেকে তোলা হল রূপার লাশ

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার ঘটনায় নিহত রূপার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল চারটার দিকে টাঙ্গাইল কেন্দ্রিয় কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন, জাতীয় মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার আইনজীবি এস আকবর খান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী এডভোকেট আতোয়ার রহমান আজাদ, নিহত তরুণীর বড় ভাই হাফিজুর রহমান প্রামানিক, মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার কাইয়ুম খান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট (শুক্রবার) রাত ১১টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকার বনাঞ্চলের রাস্তার ধারে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।

প্রাথমিক পর্যায়ে লাশের পরিচয় না মেলায় শনিবার ময়নাতদন্ত শেষে বেওয়ারীশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রিয় গোরস্থানে দাফন করে পুলিশ।

তরুণীর বড় ভাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে ২৮ আগস্ট (সোমবার) রাতে মধুপুর থানায় উপস্থিত হয়ে লাশের ছবি দেখে পরিচয় সনাক্ত করে। পরে তদন্তে ধর্ষণ ও হত্যার ব্যাপারটি সামনে আসে।

এই ঘটনায় আটক ৫ আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত