সাদুল্লাপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৫:৫৫

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে স্ত্রী রোজিনা বেগমকে হত্যার দায়ে স্বামী সবুজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

শুনানি শেষে ২৩ আগস্ট (বুধবার) বিকেলে আসামির উপস্থিতিতে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় প্রদান করেন। 

মামলার বিবরণে জানা গেছে, দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার রোজিনা বেগমের সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার তারা মিয়ার ছেলে সবুজ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে বেশ কিছুদিন দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি রোজিনার পরিবারের সদস্যরা জানতো। গত ২০০৮ সালের ১৬ ডিসেম্বর রাতে রোজিনা বেগমের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ মিয়া স্ত্রী রোজিনা বেগমের পেটে চাকু ঢুকিয়ে গুরুতর আহত করে। রোজিনাকে হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। পরবর্তীতে রোজিনা বেগমের মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত