উন্নতি হচ্ছে জামালপুরে বন্যা পরিস্থিতির

প্রকাশ : ২১ আগস্ট ২০১৭, ১৯:৪৫

জাগরণীয়া ডেস্ক

এখন পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি এখনও বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, এবারের বন্যায় যমুনার পানি দ্রুতগতিতে বাড়লেও পানি নামছে ধীরগতিতে। তবে দু-একদিনের মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে যাবে।

জামালপুরের বিস্তীর্ণ এলাকায় এখনও বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি ডুবে আছে বন্যার পানিতে। জেলার ৫৫ হেক্টরের বেশি জমি ডুবে আছে বানের পানিতে। বন্ধ রয়েছে এক হাজার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান। পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে জামালপুর-সরিষাবাড়ী রেল ও সড়ক যোগাযোগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম জানিয়েছেন, দুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের ৭৭টি মেডিকেল টিম কাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত