আরও ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-দিনাজপুর যোগাযোগ

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ২৩:০০

জাগরণীয়া ডেস্ক

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ঢাকা-দিনাজপুর রেলপথ ও এই সড়কপথে সরাসরি যোগাযোগ কমপক্ষে আরও চার দিন বন্ধ থাকবে বলে জানা গেছে। 

সড়ক ও জনপথের (সওজ) দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে মহাসড়কের কয়েকটি জায়গা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোতে মেরামতের কাজ চলছে। এর ফলে চার থেকে পাঁচ দিনের আগে এ সড়ক ব্যবহারের উপযোগী হবে না।

দিনাজপুর রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. তারেকুল ইসলাম জানান, রেললাইন পানিতে তলিয়ে গেছে। স্রোতের কারণে রেললাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ শুরু করার পর মেরামত করতে কমপক্ষে তিন দিন লাগতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত