নওগাঁয় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২১:৫২

অনলাইন ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুফিয়া বেগম উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলীর স্ত্রী।

১১ আগস্ট (শুক্রবার) ভোররাতে গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ১০ আগস্ট (বৃহস্পতিবার) রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সুফিয়া বেগম। ১২ আগস্ট (শুক্রবার) ভোর রাত ৩টার দিকে পায়ে যন্ত্রণা শুরু হলে ঘুম ভেঙ্গে যায়। পাশের ঘরে থাকা ছেলে এরশাদকে ডেকে তুলে সুফিয়া জানান তার পায়ে কি যেন কামড়েছে। 

এরপর ছেলে এরশাদ আলী রাতেই তার মাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

ছেলে এরশাদ আলী জানান, তার মায়ের পায়ে সাপের কামড়ের দাগ রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সাপের কামড়ে সুফিয়া বেগম মারা গেছেন বলে জানা গেছে।