আশুলিয়ায় বাউল শিল্পীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশ | ১১ আগস্ট ২০১৭, ২০:৩৭

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ জানিয়ে এক বাউল শিল্পীকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১১ আগস্ট (শুক্রবার) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক ও আতাউর নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৯ আগস্ট (বুধবার) আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে নারায়ণগঞ্জ থেকে এক বাউল শিল্পীকে ডেকে আনে কয়েক ব্যক্তি। পরে তাকে একটি কক্ষে আটক রেখে ৮-১০ জন রাত ভর ধর্ষণ করে। পরে তারা সকালে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই বাউল শিল্পী আশুলিয়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন। পরে পুলিশ আশুলিয়ার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে ঘটনায় সঙ্গে জড়িত রাজ্জাক ও আতাউর নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।