জঙ্গি আবুর স্ত্রী ও হাতকাটা মাহফুজের ৩ দিনের রিমান্ড

প্রকাশ : ১০ আগস্ট ২০১৭, ২৩:০৭

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ঈগল হান্টে নিহত জঙ্গি নেতা আবুর স্ত্রী সুমাইয়া বেগম ও হলি আর্টিজান হামলা মামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহ্ফুজ ওরফে হাতকাটা মাহফুজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ১০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত ‘খ’ অঞ্চলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, দুই আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, গত ২৬ ও ২৭ এপ্রিল শিবগঞ্জের শিবনগরে ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে আবুসহ চার জঙ্গি নিহত হয়। এ অভিযানে আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বার করা হয়।

এ ঘটনায় সুমাইয়া বেগম ও হলি আর্টিজান হামলা- মামলার পরিকল্পনাকারী সোহেল মাহ্ফুজ ওরফে হাতকাটা মাহ্ফুজসহ কয়েকজনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত