জুলাই মাসে ৫৪৪ নারী-শিশু নির্যাতন

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৭, ২২:০৩

জাগরণীয়া ডেস্ক

পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০১৭ সালের জুলাই মাসে মোট ৫৪৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এই বছর জুলাই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১২৩টি তন্মধ্য ধর্ষণের শিকার হয়েছে ৯৭ জন, গণধর্ষণের শিকার হয়েছে ১৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৮ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ১২ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ০৫ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ০৩ জন, তন্মধ্যে এসিডদগ্ধের কারণে মৃত্যু ০৩ জন ও অগ্নিদগ্ধের শিকার হয়েছে ০৮ জন। 

বিবৃতিতে আরো বলা হয়, অপহরণের ঘটনা ঘটেছে মোট ২৫টি। নারী ও কন্যাশিশু পাচারের মাধ্যমে পতিতালয়ে বিক্রি করা হয়েছে ০১ জনকে। বিভিন্ন কারণে ৬৪ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪৯ জন, তন্মধ্য হত্যা করা হয়েছে ৩৪ জনকে। 

গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে ০৬ জন তন্মধ্যে গৃহপরিচারিকা হত্যা করা হয়েছে ০২ জনকে। 

উত্ত্যক্ত করা হয়েছে ২২ জনকে। বিভিন্ন কারনে ৩৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ৩১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৫৯টি, তন্মধ্য বাল্যবিবাহের শিকার হয়েছে ৫৮ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৪২ জনকে। 

পুলিশী নির্যাতনের শিকার হয়েছে ০৬ জন। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ০৩টি। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে ০৫টি। এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত