দোহারে আয়েশা বেগম হত্যা, ৪ জনের ফাঁসির আদেশ

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ২০:৫৭

জাগরণীয়া ডেস্ক

দোহার থানায় আয়েশা বেগম (৭০) নামে একজনকে হত্যার ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ৭ আগস্ট (সোমবার) বেলা সাড়ে ১২টার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক আসামি রাজন, শাহনাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জলকে ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। আয়েশা বেগমের স্বামীর নাম আবদুল মালেক।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের কোনো এক সময় বাসা থেকে বের হওয়ার পর আয়েশা বেগম নিখোঁজ হয়ে যান। পরে দোহার ইটের রাস্তার ঢালুতে তার লাশ পাওয় যায়। আয়েশা বেগমের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন। আজ আদালতে দণ্ডপ্রাপ্তরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজা বেগম শাহিদা, আসামি পক্ষে ছিলেন সিদ্দিকুর রহামন ও শাহনাজ সাফি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত