মেয়ে যাবে সেফ হোমে, মা ভিকটিম সাপোর্ট সেন্টারে

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৪৯

জাগরণীয়া ডেস্ক

ক্যাডার বাহিনী দিয়ে তুলে নিয়ে বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ ও পরে মা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় চিকিৎসাধীন থাকা মেয়েকে সেফ হোমে এবং মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে দুপুর দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নির্যাতিত মা ও মেয়েকে রিলিজ দেওয়া হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৮ জুলাই রাত ১০টার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নির্যাতিত মা ও মেয়েকে। তাদেরকে আজ রিলিজ দেওয়া হয়েছে।’

এরপর দুপুর ২টার দিকে বগুড়া শিশু আদালতে তাদের হাজির করা হয়। এরপর আদালত তাদের নিরাপত্তাহীনতা বোধ করলে মেয়েকে সেফ হোমে এবং মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৬ জুলাই বগুড়ায় ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে তুফান সরকার। বিষয়টি প্রকাশ হলে ২৮ জুলাই ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার মাকে ডেকে নেয় তুফান ও তার লোকজন। এ সময় তাদেরকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত