চট্টগ্রামে তরুণীকে পুড়িয়ে হত্যার মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ০০:৪৬

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ ঘরে আগুনে পুড়িয়ে মর্জিনা বেগম নামে এক তরুণীকে হত্যার মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

২৪ জুলাই (সোমবার) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোবহান, সেলিম, নূর হোসেন, মোশাররফ, আবু তাহের, রফিক মাস্টার, জাফর এবং আব্দুল জব্বার। আসামিরা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ‘আগুনে পুড়িয়ে মর্জিনাকে খুন করার ঘটনায় আট আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।’

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ৬ জুলাই পূর্ব শত্রুতার জেরে মিরসরাই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানী গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী নূরজাহান বেগম, তার অবিবাহিত মেয়ে মর্জিনা বেগম এবং নূরজাহানের বোনের ছেলে শাহজাহান ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের চারদিকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

আগুন চারদিকে ছড়িয়ে পড়ার পর নূরজাহান বের হতে পারলেও মর্জিনা এবং শাহজাহান আটকা পড়েন। স্থানীয় লোকজন আগুন নেভানোর পাশাপাশি তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভোরে মর্জিনাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় ৮ জুলাই নূরজাহান বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা করেন। ২০০৩ সালের ৭ জুন ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৬ সালের ২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত