কমলগঞ্জে ৭ম স্কাউটস সমাবেশের মহা তাবু জলসা অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৭:০১

জাগরণীয়া ডেস্ক

“কাবিং করবো, সুন্দর জীবন গড়বো”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরির ৩য় দিনে ‘মহা তাবু জলসা’ অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই (শনিবার) রাত ৮টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিক মহা তাবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।

কমলগঞ্জ উপজেলা স্কাউটসের কমিশনার ও ক্যাম্প চিফ মো: মোসাহীদ আলীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা সাজেদুর রহমান, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ স. ব. ম দানিয়াল, জেলা স্কাউটস সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ, কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীর, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক বিলকিছ বেগম, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রদ্বীপ প্রজ্জ্বলন, নাটক, ধামাইল নৃত্য, সংগীত পরিবেশন ইত্যাদি পরিবেশন করা হয়। মোট ১৫টি কাব দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মহা তাবু জলসায় ক্ষুদে স্কাউট দলের বালক-বালিকারা ডিসপ্লে, জারি, বাউল ও দেশাত্বকবোধক গান পরিবেশন করে উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করে। সোমবার সকালে ৫ দিনব্যাপী ৭ম স্কাউট সমাবেশের সমাপ্তি ঘটবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত