যমুনার পানি কমলেও দুর্ভোগ কমেনি জনগণের

প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ০২:২৮

জাগরণীয়া ডেস্ক

টাঙ্গাইলের ভূঞাপুরের নলিন অংশে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। 

জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৮ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নলিন অংশে পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। এখনো টাঙ্গাইল সদরসহ ৪টি উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন। বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ১৩শ’ হেক্টর জমির ফসল। এছাড়া, এখন পর্যন্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে। 

এ বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমির হোসেন জানান, সরকারের প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের কাছে বানভাসী মানুষের তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে তাদের সরকারি ত্রাণ প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত