মা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ১৯:৩৫

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

১১ জুলাই (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি হারুন অর রশিদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে ছেলে হারুন অর রশিদ। পরে মা খায়রুন নেছার মরদেহ টয়লেটের ভেতরে গুম করে রাখে সে। 

এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে পরের দিন অর্থাৎ ১৮ জুলাই রামগতি থানায় একটি হত্যা মামলা করেন। 

ওই মামলায় হারুন অর রশিদকে একমাত্র আসামি করা হয়। একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। 

১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত