জাপানেও নারীকে অপবিত্র ভাবা হয়!

প্রকাশ : ০৯ মে ২০১৭, ১২:২৭

জাগরণীয়া ডেস্ক

জাপানের একটি দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ইউনেস্কো। ওকিনোশিমা নামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওই দ্বীপটিকে এতটাই পবিত্র বলে মানা হয় যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন। নারীদের সেখানে পা ফেলতেও দেওয়া হয় না। খবর বিবিসির।

দ্বীপটিতে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামের একটি মন্দির রয়েছে। সমুদ্রের দেবীর সম্মানে ওই মন্দির তৈরি করা হয়েছে।

জাহাজের নিরাপদ যাত্রার জন্য দ্বীপটিতে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো। এ দ্বীপকে কেন্দ্র করে এখনো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে।

এর একটি হচ্ছে, এ দ্বীপে নারীরা প্রবেশ করতে পারবেন না। যে পুরুষরা দ্বীপটিতে যাবেন তাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তাছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না।

মুনাকাতা মন্দিরের স্থানীয় একজন জানিয়েছেন, মন্দিরে মেয়েদের যাবার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন সম্ভাবনা কম।

তিনি বলেন, ‘এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।’

ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোন স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়।

ইউনেস্কোর একটি উপদেষ্টা দল একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে। এ জুলাইয়ের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত