৫০ হাজার বছরের পুরনো কাঠে টেবিল!

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১

জাগরণীয়া ডেস্ক

৫০ হাজার বছরের পুরনো কাঠে একটি টেবিল বানানো হয়েছে। টেবিলটির নাম ‘দ্য আর্থ টেবিল’। ৫০ হাজার বছরের পুরনো এই কাঠ পৃথিবীতে বিরল। নাম মিলেনারি কৌরি। এর দেখা কেবল নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে। এই টেবিলের কাঠ সংগৃহিত হয়েছে প্রাগৈতিহাসিক কৌরি থেকে। এটি ‘সোয়াম্প কৌরি’ নামে পরিচিত। এই কৌরির কাঠ শেষ বরফ যুগে মাটির নিচে চাপা পড়েছিল। আর সেখানেই এই কাঠ টিকে থাকার সঠিক পরিবেশ পেয়ে যায়। মাটির নিচের পরিবেশে রাসায়নিক ভারসাম্য বজায় থাকার সুষ্ঠু পরিবেশ মেলে।

রিভা ১৯২০ নামের একটি প্রতিষ্ঠান এই টেবিলটি বানিয়েছে। ইতালির কোম্পানি যারা আসবাবপত্র বানায়। ডিজাইন করেছেন প্রথিতযশা স্থপতি রেঞ্জো পিয়ানো। রেজিন, আয়রন এবং কাঠ দিয়ে গড়ে তোলা হয়েছে নান্দনিক এই টেবিল।

এই পৃথিবীর একটি স্টাইলিশ উপস্থাপন হবে টেবিলটি, জানায় কোম্পানি। মহাদেশ এবং সাগরের রেজিন অংশকে রূপক অর্থে তুলে ধরা হয়েছে এই টেবিলের মাধ্যমে। এই প্রাচীন কাঠের নান্দনিক শোভা এবং রেজিনের স্বচ্ছতা আলো ও আঁধারের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে।

সূত্র: ইন্টারনেট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত